বন্ধুগণ, আপনারা যারা কম্পিউটার ব্যাবহার করেন তারা অনেকেই KM Player ব্যাবহার করেন। কম্পিউটার ব্যাবহার করেন অথচ KM Player ব্যাবহার করেন না, এরকম লোক খুব কম এ আছে। যাইহোক, যারা ব্যাবহার করেন তারা নিশ্চয় KM Player এর বিরক্তিকর অ্যাড এর যন্ত্রণায় ভুগতেছেন।
আজকে আমি দেখাবো কিভাবে এই বিরক্তিকর অ্যাড বন্ধ করতে হয়।
প্রথমে আপনার কম্পিউটারের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার এ যাবেন। জানি অনেকেই এই ব্রাউজার টি ব্যাবহার করেন না। তবে এটা আপনার কম্পিউটার এ ইন্সটল করা আছে। খুঁজে না পেলে স্টার্ট মেন্যু তে গিয়ে সার্চ দিবেন। ব্রাউজার এর ডান দিকে টুলস এ ক্লিক করেন। একদম নিচে ইন্টারনেট অপশন এ ক্লিক করবেন।
প্রথমে আপনার কম্পিউটারের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার এ যাবেন। জানি অনেকেই এই ব্রাউজার টি ব্যাবহার করেন না। তবে এটা আপনার কম্পিউটার এ ইন্সটল করা আছে। খুঁজে না পেলে স্টার্ট মেন্যু তে গিয়ে সার্চ দিবেন। ব্রাউজার এর ডান দিকে টুলস এ ক্লিক করেন। একদম নিচে ইন্টারনেট অপশন এ ক্লিক করবেন।
সেখান থেকে সিকিউরিটি ট্যাব এ ক্লিক করে এ ক্লিক করবেন। তারপর একটি বক্স আসবে। সেখানে লিখবেন player.kmpmedia.net লিখে Add এ ক্লিক করে দিবেন। আমি স্ক্রিনশট দিয়ে দিছি।
এখানেই কাজ শেষ। এইবার আরামসে ব্যাবহার করুন ।।
এখন দেখুন আর অ্যাড দেখাচ্ছে না।।
Comments
Post a Comment