Skip to main content

Run কমান্ডের ১১০ টি জরুরি ব্যবহার


  1. একসেসিবিলিটি কন্ট্রোলস – access.cpl
  2. একসেসিবিলিটি উইজার্ড – accwiz
  3. এড হার্ডওয়্যার উইজার্ড – hdwwiz.cpl
  4. এড/রিমুভ প্রোগ্রামস – appwiz.cpl
  5. এডমিনিষ্ট্রিটিভ টুলস – control admintools
  6. অটোমেটিকস আপডেট – wuaucpl.cpl
  7. ব্লু-টুথ ফাইল ট্রান্সেফার উইজার্ড – fsquirt
  8. ক্যালকুলেটর – calc
  9. সার্টিফিকেটস – certmgr.msc
  10. ক্যারেকটার ম্যাপ – charmap
  11. চেক ডিক্স (ডস) – chkdsk
  12. ক্লিপবোর্ড ভিউয়ার – clipbrd
  13. কমান্ড প্রোম্পট – cmd
  14. কম্পোনেন্ট সার্ভিস – dcomcnfg
  15. কম্পিউটার ম্যানেজমেন্ট – compmgmt.msc
  16. কন্ট্রোল প্যানেল – control
  17. ইউজার একাউন্টস – control userpasswords2
  18. ডেট এন্ড টাইমস – timedate.cpl
  19. ডি.ডি.ই শেয়ার্স – ddeshare
  20. ডিভাইস ম্যানেজার – devmgmt.msc
  21. ডাইরেক্ট এক্স – dxdiag
  22. ডিক্স ক্লিনআপ – cleanmgr
  23. ডিক্স ডিফ্রাগমেন্ট – dfrg.msc
  24. ডিক্স ম্যানেজমেন্ট – diskmgmt.msc
  25. ডিক্স পার্টিশন ম্যানেজার – diskpart
  26. ডিসপ্লে প্রোপার্টিস – control desktop
  27. ডিসপ্লে প্রোপার্টিস – desk.cpl
  28. ড: ওয়াটসন ফর উইন্ডোজ – drwtsn32
  29. ড্রাইভার ভেরিফায়ার ম্যানেজার – verifier
  30. ইভেন্ট ভিউয়ার-eventvwr.msc
  31. ফাইল এন্ড সেটিংস ট্রান্সেফার টুল – migwiz
  32. ফাইল সিগ্নেচার ভেরিফিকেশন টুল – sigverif
  33. ফাইন্ড ফার্ষ্ট findfast.cpl
  34. ফোল্ডার প্রোপার্টিস – control folders
  35. ফন্টস – control fonts
  36. ফন্টস ফোল্ডার – fonts
  37. গেম কন্ট্রোলারস – joy.cpl
  38. গ্রুপ পলিসি এডিটর – gpedit.msc
  39. হেল্প এন্ড সাপোর্ট – helpctr
  40. হাইপারটার্মিনাল – hypertrm
  41. আই.এক্সপ্রেস উইজার্ড – iexpress
  42. ইনডেক্সসিং সার্ভিস – ciadv.msc
  43. ইন্টারনেট কানেক্‌শন উইজার্ড – icwconn1
  44. ইন্টারনেট এক্সপ্লোরার – iexplore
  45. ইন্টারনেট প্রোপার্টিস – inetcpl.cpl
  46. কীবোর্ড প্রোপার্টিস – control keyboard
  47. লোকাল সিকিউরিটি সেটিংস – secpol.msc
  48. লোকাল ইউজারস এন্ড গ্রুপস – lusrmgr.msc
  49. উইন্ডোজ লগঅফ – logoff
  50. মাইক্রোসফট চ্যাট – winchat
  51. মাইক্রোসফট মুভি মেকার – moviemk
  52. এমএস পেইন্ট – mspaint
  53. মাইক্রোসফট সিনক্রোনাইজেশন টুল – mobsync
  54. মাউস প্রোপার্টিস -control mouse
  55. মাউস প্রোপার্টিস – main.cpl
  56. নেট মিটিং – conf
  57. নেটওয়ার্ক কানেকশনস – control netconnections
  58. নেটওয়ার্ক কানেকশনস – ncpa.cpl
  59. নেটওয়ার্ক সেটআপ উইজার্ড – netsetup.cpl
  60. নোটপ্যাড – notepad
  61. অবজেক্ট পেজ মেকার – packager
  62. ওডিবিসি ডাটা সোর্স এডমিনিস্ট্রেটর – odbccp32.cpl
  63. অন স্ক্রিন কীবোর্ড – osk
  64. আউটলুক এক্সপ্রেস – msimn
  65. এমএস পেইন্ট – pbrush
  66. পাসওয়ার্ড প্রোপার্টিস – password.cpl
  67. পারফরমেন্স মনিটর – perfmon.msc
  68. পারফরমেন্স মনিটর – perfmon
  69. ফোন এন্ড মডেম অপশনস – telephon.cpl
  70. ফোন ডায়ালার – dialer
  71. পাওয়ার কনফিগারেশন – powercfg.cpl
  72. প্রিন্টারস এন্ড ফ্যাক্স – control printers
  73. প্রিন্টারস ফোল্ডার – printers
  74. রিজিউনাল সেটিংস – intl.cpl
  75. রেজিষ্ট্রি এডিটর – regedit
  76. রেজিষ্ট্রি এডিটর – regedit32
  77. রিমোট একসেস ফোনবুক – rasphone
  78. রিমোট ডেক্সটপ – mstsc
  79. রিমুভাল স্টোরেজ – ntmsmgr.msc
  80. রিমুভাল স্টোরেজ অপারেটর রিকোয়েষ্ট – ntmsoprq.msc
  81. রেজাল্টেন্ট সেট অপ পলিসি – rsop.msc
  82. স্ক্যানার এন্ড ক্যামেরা – sticpl.cpl
  83. শিডিউল টাস্ক – control schedtasks
  84. সিকিউরিটি সেন্টার – wscui.cpl
  85. সার্ভিসেস – services.msc
  86. শেয়ার্ড ফোল্ডার – fsmgmt.msc
  87. উইন্ডোজ শার্ট ডাউন করা – shutdown
  88. সাউন্ডস এন্ড অডিও – mmsys.cpl
  89. সিস্টেম কনফিগারেশন এডিটর – sysedit
  90. সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি – msconfig
  91. সিস্টেম ইনফোমেশন – msinfo32
  92. সিস্টেম প্রোপার্টিস – sysdm.cpl
  93. টাস্ক ম্যানেজার – taskmgr
  94. টিসিপি টেষ্টার – tcptest
  95. টেলনেট ক্লাইন্ট – telnet
  96. ইউজার একাউন্ট ম্যানেজার – nusrmgr.cpl
  97. ইউটিলিটি ম্যানেজার – utilman
  98. উইন্ডোজ এড্রেস বুক – wab
  99. উইন্ডোজ এড্রেস বুক ইমপোর্ট ইউটিলিটি – wabmig
  100. উইন্ডোজ এক্সপ্লোরার – explorer
  101. উইন্ডোজ ফায়ারওয়াল – firewall.cpl
  102. উইন্ডোজ ম্যাগনিফায়ার – magnify
  103. উইন্ডোজ ম্যানেজমেন্ট – wmimgmt.msc
  104. উইন্ডোজ মিডিয়া প্লেয়ার – wmplayer
  105. উইন্ডোজ ম্যাসেঞ্জার – msmsgs
  106. উইন্ডোজ সিস্টেম সিকিউরিটি টুলস – syskey
  107. আপডেট লাঞ্চ – wupdmgr
  108. উইন্ডোজ ভার্সন – winver
  109. উইন্ডোজ এক্সপি টুর – tourstart
  110. ওয়ার্ড প্যাড – write

Comments

Popular posts from this blog

ফটোশপ শিখুন [পর্ব ২]: ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন অন্যভাবে

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, আবারও এলাম আপনাদের মাঝে আরও একটি অসাধারণ ফটোশপ টিউটোরিয়াল নিয়ে। এবারে আমি দেখাব কিভাবে Outdoor Image  এর  Background  পরিবর্তন করা যায়। তো চলুন শুরু করা যাক। Step 1:  প্রথমেই ইমেজটিকে ফটোশপে ওপেন করি। Step 2:  ক্লিক করি Channels এখানে আমরা তিনটি ভিন্ন ভিন্ন (RED, GREEN, BLUE) Channels দেখতে পাব। Step 3: এখন আমরা Blue Channel টি Drag করে Create New Channel (তীর চিহ্নিত) Icon এর উপর ছেড়ে দিয়ে Blue Channel এর একটি Copy করি। Step 4: কপি করা Channel টি Select থাকা অবস্থায় ক্লিক করি Image> Adjustment> Levels. এখানে আমরা নিচের মত settings apply করি। এখন আমাদের ইমেজটি এই রকম দেখাবে Step 5: এখন আমরা ইমেজটির যে অংশটুকু মুছে ফেলতে চাই সেই অংশটুকু Black Color দিয়ে Fill করব এবং যে অংশটুকু রেখে দিতে চাই সেই অংশটুকু White Color দিয়ে Fill করব। লাল বৃত্তাকার অংশগুলো খুব সাবধানে Black Color দিয়ে Fill করতে হবে। আর এজন্য Brush Tool নিয়ে Option Bar হতে Overlay Mode Select করে লাল বৃত্তাকার অংশগুলো Black Colo...

LCD এবং LED এর মনিটরের মধ্যে পার্থক্য

LCD এর পুরো নাম Liquid Crystal Display আর LED এর পুরো নাম হলো Light Emitting Diode। LCD ডিসপ্লেতে প্রতিটি পিক্সেল তিনটি সাবপিক্সেলে বিভক্ত যাদের একটি লাল, একটি সবুজ এবং অবশিষ্টটি নীল রং বিশিষ্ট। এদের একটি অপরটির সাথে বিভিন্ন ফিল্টার দ্বারা যুক্ত থাকে। যেমন পিগমেন্ট ফিল্টার, ডাই ফিল্টার এবং মেটাল অক্সাইড ফিল্টার। প্রতিটি সাবপিক্সেলের বর্ণ বিভিন্ন মাত্রায় পরিবর্তন করে পিক্সেলকে লাকখানেক রং প্রদান করা যায়। এভাবে প্রতি মিলিসেকেন্ডে বারবার রং পরিবর্তনের মাধ্যমে রাঙিয়ে তুলছে LCD ডিসপ্লে। LED মুলত একটি ছোট আকারের আলোক নিংসরণকারী যন্ত্র। এলইডি ডিসপ্লের ইতিহাস আলোচনা করতে গেলে এই বস্তুটির ইতিহাস জানা আবশ্যক। এটি যুগের বিবর্তনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে এবং হাজার হাজার এলইডি একত্রিত হয়ে তৈরী করেছে আজকের এলইডি ডিসপ্লে। এলসিডি ও এলইডি ডিসপ্লে নিয়ে অনেকের মাঝে নানা ধরনের বিভ্রান্তি আছে। প্রযুক্তিগত দিক থেকে ব্যপারটা এই রকম যে, এলইডি (লাইট এমিটিং ডায়োড) কে এলসিডি ডিসপ্লের ব্যাকলাইটিং এর জন্য যখন ব্যবহার করি তখনই আমরা তাকে বলি এলইডি ডিসপ্লে। মনিটরের ব্যাকলাইটের ক্ষেত্রে এলইডি আগের যে প...

দেখুনতো ১=২ (এক সমান দুই) প্রমান করা যায় কিনা !!!!! [Proved that 1=2]

TO READ IT IN ENGLISH PLEASE CLICK HERE গণিতের একটি অবাস্তব প্রমাণ নিয়ে আজ হাজির হলাম! আজ  আপনাদের দেখাতে যাচ্ছি ১=২ !   ! গণিত দিয়ে আপনি খুব সহজেই এমন অনেক "অবাস্তব/ মিথ্যা" প্রমাণ করতে পারেন! গণিতের "অসংজ্ঞায়িত/ অনির্ণেয়" টার্মগুলো দিয়েই সাধারণত এই প্রমাণগুলো হয়ে থাকে! এমনকি এই "অসংজ্ঞায়িত/ অনির্ণেয়" টার্মগুলো দিয়ে "পৃথিবীর সকল সংখ্যা ১ এর সমান" প্রমাণ করা যায়!!! কি? মজার না??? "পৃথিবীর সকল সংখ্যা ১ এর সমান" প্রমাণটি অন্য একদিন দেখিয়ে দেব  এই প্রমাণগুলো যদিও  সত্য নয়, তবুও এই প্রমাণগুলো দেখলে/ জানলে, গণিত হয়ে উঠে "মজার গণিত"!!! তাই, আজকেও সেইরকম একটা অনির্ণেয় টার্ম দিয়ে ১=২ প্রমাণ করে দেখালাম!  আজকের প্রমাণের ভুলও আমি আপনাদের দেখিয়ে দেব! তবে আপনাদেরকেই আগে 1=2 প্রমাণের ভুলটি ধরতে হবে! তাই, নিচের প্রমাণের ভুল খোঁজার চেষ্টা করুন। ভুল না ধরতে পারলেও মন্তব্য করুন। কারন, অনেকে যদি ভুল না ধরতে পারে, সেক্ষেত্রে আমিই ভুলটি দেখিয়ে দেব   তাই, নিচের প্রমাণটি ভালোমতো লক্ষ্য করুন ... ... ...     1=2 (one is...