জাভা ফোন হ্যাক করে সফট ওয়ার মিনিমাইস করে চালান এবং পৃথিবীর সবথেকে দ্রুত গতিতে এবং সহজ উপায়ে আপনার Nokia_BB5 সিরিজির Phone Flash দিন
আপনার PC'তে BB5 নামের Software-টি নামিয়ে নিন।Download link:
- প্রথমেই আপনার Mobile টি চালু অবস্থায় USB_Data_cable দিয়ে PC তে connect করে Data_Cable এবং USB_Port ঠিক আছে কিনা দেখে নিন
- BB5_Easy_Service_Tool ওপেন করুন।
- এখন Read এ ক্লিক করনে । না বুঝলে নিচের ছবি টা দেখেন।
*.pp ফাইলটি ডেস্কটপ-এ সেভ করুন।
*.pp ফাইলটি Notepad এ অপেন করুন।
যদি আপনার ফোনটি-
i) s40v3 হয়, তবে 28 1 খুঁজুন এবং একে 28 2 এ পরিবর্তন করে দিন।
i) s40v3 হয়, তবে 28 1 খুঁজুন এবং একে 28 2 এ পরিবর্তন করে দিন।
ii) s40v5 / s40v6 হয়, তবে 48 1 খুঁজুন এবং একে 48 2 এ পরিবর্তন করে দিন।
*.pp ফাইলটি সেভ করে রাখুন।
এখন Write এ ক্লিক করনে । না বুঝলে নিচের ছবি টা দেখেন।
একটু আগে সেভ করা *.pp ফাইলটি সিলেক্ট করুন। যখন Done শো করবে, তখন ডান পাশের "Drop Down Menu" থেকে "Normal Mode" সিলেক্ট করুন। ফোন রিস্টার্ট করবে এবং"Test in RNDIS USB mode?" ,দেখাবে No সিলেক্ট করুন ব্যাস! আমরা এই মাত্র নোকিয়ার পারমিশন হ্যাক করলাম!
এবার ফোন তো হ্যাক হলো কিন্তু সফটওয়্যার মিনিমাইজটা শিখবেন না?
- আসুন শুরু করা যাকঃ
- যে ফাইলটা (.jar) মিনিমাইজ করতে চান সেটা পিসি'তে কপি করে নিন।
- WinRAR দিয়ে .jar ফাইলটি ওপেন করুন।
- META-INF নামক ফোল্ডারে যান, এবং অপেন করুন।
- Manifest.MF নামক ফাইলটি NotePad -এ অপেন করুন।
- অনেকগুলো কোড দেখতে পাবেন।একেবারে শেষে নতুন লাইনে নিম্নোক্ত কোডটি যুক্ত করুন।
- Nokia-MIDlet-no-exit: true
- তবে খেয়াল রাখবেন MID লেখাটি যাতে বড় হাতের অক্ষরের হয়।
- NotePad ফাইলটি সেভ করে রাখুন।
- WinRAR থেকে আর্কাইভটি আপডেট করার জন্য পারমিশন চাইলে ইয়েস দিন।
- এবার .jar ফাইলটি ফোনে কপি করুন এবং অপেন করুন।এবার Red Key চাপলে Exit করার জন্য পারমিশন চাইবে না, আবার এপ্লিকেশনে ক্লিক করলে দেখবেন সব আগের মত আছে!
- তো আর কি । এখন থেকে জাভা ফোনেও সফটওয়্যার মিনিমাইজ করুন
পৃথিবীর সবথেকে দ্রুত গতিতে এবং সহজ উপায়ে আপনার Nokia_BB5 সিরিজির Phone Flash দিন by BEST software
এখন কাজের লাইনে আসি
এই পদ্বতিতে Flash করতে আমাদের দরকার হবে,
এই পদ্বতিতে Flash করতে আমাদের দরকার হবে,
- BB5_Easy_Service_Tool এই PC Software টি
- এবং আপনার সেট অনুযায়ী যথাযথ Firmware Flash file
মনে রাখবেন, কখনোই বর্তমান Version এর থেকে low_version এর Flash_file দিয়ে Flash করবেন না
Nokia_firmware_flash_file আপনারা Google এ সার্চ করে Dwnld করে নিতে পারেন তারপরেও আমি একটা Link দিচ্ছি ঐখান খেকেও Firmware file dwnld করতে পারবেন File গুলো Dwload করে PC তে একটা Folder এ রাখুন ।
Link=> এইখানে
Nokia_firmware_flash_file আপনারা Google এ সার্চ করে Dwnld করে নিতে পারেন তারপরেও আমি একটা Link দিচ্ছি ঐখান খেকেও Firmware file dwnld করতে পারবেন File গুলো Dwload করে PC তে একটা Folder এ রাখুন ।
Link=> এইখানে
>>>=====> কার্যপদ্ধতি >===== >>>
- প্রথমেই আপনার Mobile টি চালু অবস্থায় USB_Data_cable দিয়ে PC তে connect করে Data_Cable এবং USB_Port ঠিক আছে কিনা দেখে নিন
- যদি সব ঠিকঠাক থাকে তাহলে Mobile টি বন্ধ/Off করুন এবং Memory & Sim card মোবাইল থেকে বের করে ফেলুন মোবাইল বন্ধ অবস্থায় Flash করবো আমরা So, mbl On করার দরকার নাই
- BB5_Eeasy_Service_Tools Software টি আপনার PC তে Install করুন এবং Run করুন একটি Box_msg আসবে, "OK" দিন BB5 open হবে
- এখন Soft টির উপরের Menu_Bar থেকে "Flashing" -option টিতে যান
- Manual -নামের একটা Option উপরের দিকে দেখতে পাবেন ঐটাতে মার্ক/Mark করুন
- এইটার নিচে যে Box গুলো আছে সেগুলোতে আপনার সেটের RM_এবং_Version অনুযায়ী যথাযথ Flash_File গুলো Select করতে হবে যেগুলো আপনি Download করছেন শুধুমাত্র MCU, PPM1 & CNT1 এই তিনটা option-এ Dowld করা Flash_file গুলো যে Folder এ আছে সেইখান এই তিনটা File Select করবেন
- এইটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন
- এইবার নিচের দিকে "Dead_Mode" -option টিতে মার্ক/Mark করুন
- এইটার নিচে "Flashing_Mode" নামের Option টিতে FullFlash select করুন
- এখন Flash এ Click করুন
- Flash এ click করার পর 3/4_sec পর আপনার বন্ধ_থাকা_মোবাইলটি USB_Data_Cable দিয়ে PC এর সাথে Connect করুন Flashing start হবে যা আপনি BB5 এর বাম দিকের Screen এ দেখতে পাবেন
কিছুক্ষণ পর "Flashing_Done" লিখা উঠবে এবং এটার নিচে Reboot_phone_now এই লিখাটাও আসবে এখন কিছুক্ষণ Wait করুন এবং আপনার Mobile এর দিকে লক্ষ্য করুন আপনার Mobile এর Light একটু করে জ্বলে উঠে নিভে যাওয়ার পর USB থেকে আপনার Mobile টি Disconnect করুন
এরপর Mobile এর Bettary টি খুলে আবার লাগিয়ে Mobile চালু করুন কি দেখবেন..??
YeS....এইমাত্র আপনার মোবাইল টি নিজেই Full_flash করে ফেললেন
Comments
Post a Comment