হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, আজ থেকে শুরু হল ফটোশপ টিউটোরিয়াল 'ফটোশপ শিখুন' , আশা সবার ভাল লাগবে এবং কিছু সেখাতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমি দেখাব কিভাবে অ্যাডভান্স সিলেকশন এর সাহায্যে একটি ইমেজ এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। আমরা আজ এই বিড়ালটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। আমরা প্রথমে ইমেজটি ফটোশপে ওপেন করি। এরপর Select menu থেকে color range এখন sampled color সিলেক্ট করে Fuzziness 60-70 এর মধ্যে রেখে color picker টি নিয়ে বিড়ালটির বাইরের কালার সিলেক্ট করি। একাধিক কালার সিলেক্টের জন্য Shift Key চেপে রাখি। এবার Click করি OK। তাহলে আমরা আমাদের ইমেজে এই রকম একটি Selection দেখতে পাব। এখন Select থেকে Inverse এখন আমাদের selection টি হবে এই রকম এইবার add layer mask বাটনে click করি (লাল তীর চিহ্নিত button) এখন click করি Mask Edge এখন Radius 250px, Smooth 20-25, Feather 2.5-3.0, Contrast 10%-12%, Shift Edge +9% দিয়ে Decontaminate Colors এর (সবুজ তীর চিহ্নিত) Box এ ট...